শিরোনাম

কুমিল্লা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ কোটি ৭১ লাখ ৫ হাজার ৪০০ টাকার ভারতীয় চোরাচালানির মালামাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
১০ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানের উপস্থিতিতে ব্যাটালিয়নের অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যরা কুমিল্লার সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়।
এ সময় ট্রেন থেকে ভারতীয় বিভিন্ন প্রকার আতশবাজি, বাসমতি চাল, ফুচকা এবং কসমেটিকস সামগ্রী মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য ধরা হয়েছে দুই কোটি ৭১ লাখ পাচঁ হাজার ৪০০ টাকা।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত চোরাচালানি মালামাল আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমসে জমা করা হবে।