শিরোনাম

বাগেরহাট, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম ভূঁইয়া তানুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার কবর জিয়ারত করা হয়।
বাগেরহাট পৌরসভার বাসাবাটি এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এসব কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ডালিম ফকির, জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন, ওয়ালিদ হাওলাদার, শামিম মুন্সি, জসিম মিনা, রোহিত হালদার, ইমন শেখ, কাইফ সরদার, শাকিব শেখ, রাব্বি শেখ ও সিয়াম তরফদারসহ অসংখ্য নেতাকর্মী।
দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, নূরে আলম ভূঁইয়া তানু ছিলেন একজন সাহসী ও ত্যাগী ছাত্রনেতা। দলের সংকটকালীন সময়ে তিনি সর্বদা রাজপথে ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের আমলে নানাভাবে নির্যাতিত হয়েছেন। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক ও আওয়ামী লীগ সরকারের আতঙ্ক।
তারা তানুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১১ নভেম্বর রাতে বাসাবাটি পদ্মপুকুর এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্রদল নেতা তানুকে গুলি করে হত্যা করে।