বাসস
  ১১ নভেম্বর ২০২৫, ১৪:৩৭

রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ 

রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ। ছবি: বাসস

রাজবাড়ী, ১১ নভেম্বর, বাসস (২০২৫) : জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এ বছর জেলার ৫টি উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতে মোট ৩ কোটি ৪৫ লাখ ৩ হাজার ২০০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে কৃষকদের মধ্যে গম, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, পিয়াজ, মসুর ও খেসারিসহ বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাতের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলামের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়মা হক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা দেশের ৬৪ জেলার মধ্যে অন্যতম পিয়াজ উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিত। বর্তমানে দেশের মোট পিয়াজ উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ রাজবাড়ী জেলায় উৎপাদিত হয়। 

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এ জেলার মাটি ও আবহাওয়া পিয়াজসহ অন্যান্য রবি ফসলের জন্য অত্যন্ত উপযোগী।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ‘সরকার কৃষকদের পাশে আছে। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে পারলে কৃষক যেমন উপকৃত হবেন, তেমনি দেশের খাদ্য নিরাপত্তাও আরও সুদৃঢ় হবে।’

উপ পরিচালক ডা. মো. শহিদুল ইসলাম বলেন, জেলায় বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি চলমান রয়েছে। তিনি বলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা মাঠে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদেরকে প্রেরণা দিয়ে চলেছেন।