বাসস
  ১১ নভেম্বর ২০২৫, ১৩:২৩

রাঙ্গামাটিতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারি চাল জব্দ

সোমবার সন্ধ্যায় জেলার লংগদুতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ছবি : বাসস

রাঙ্গামাটি, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার লংগদুতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সদরের শিবলী স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী লংগদু জোনের একটি টহল দল প্রশাসনকে সহায়তা প্রদান করে।

ইউএনও জাহাঙ্গীর হোসাইন বাসসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিবলী স্টোর থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৪২ বস্তা চাল ও ৩৯টি খাদ্যবান্ধব কার্ড উদ্ধার করেছি। 

তিনি বলেন, জব্দকৃত চাল সরকারি খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এগুলো নিলামে তোলা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা মণিময় চাকমা জানান, কার্ডধারীরা সরকার নির্ধারিত মূল্য পরিশোধ করে চাল গ্রহণ করেন। তারা চাল বাড়িতে নিয়ে যাবেন নাকি অন্যত্র বিক্রি করবেন তা আমাদের জানা থাকে না।