বাসস
  ১১ নভেম্বর ২০২৫, ১৩:২০

পটুয়াখালীতে ইউপি প্রশাসক ও চেয়ারম্যানদের ডিএমআইই বিষয়ক প্রশিক্ষণ

পটুয়াখালীর বাউফল উপজেলায় ইউপি প্রশাসক ও চেয়ারম্যানদের ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ছবি: বাসস

পটুয়াখালী, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বাউফল উপজেলায় ইউপি প্রশাসক ও চেয়ারম্যানদের ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম।

উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান এবং ইউপি প্রশাসকদের নিয়ে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, গ্রামে তথা ইউনিয়নে কোনো শালিসি করা যাবে না। সালিশির কোনো আইনি ভিত্তি নেই। গ্রাম আদালতে সকল বিচারকার্য পরিচালনা করতে হবে।

এতে প্রশিক্ষক ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়ক নাজমা বেগম।