বাসস
  ১১ নভেম্বর ২০২৫, ১৩:১৮

রংপুরে হত্যাচেষ্টা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

মনজুরুল হক মানিক। ফাইল ছবি

রংপুর, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রংপুর মহানগর সহ-সভাপতি মনজুরুল হক মানিক (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১০নভেম্বর) সন্ধ্যায় নগরীর মেডিক্যাল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

মানিক নীলফামারীর ডিমলা উপজেলার সোনাখলি গ্রামের হাবিবর রহমানের ছেলে।

কোতোয়ালি থানার ওসি আতোয়ার রহমান জানান, গ্রেফতারকৃত মানিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মকবুল হোসেনকে হত্যাচেষ্টা মামলার তদন্তে চিহ্নিত আসামি। তার বিরুদ্ধে আন্দোলনের সময় মিছিলে হামলা, গুলিবর্ষণসহ একাধিক অভিযোগ রয়েছে। 

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, ৫ আগস্টের পর থেকে মানিক পলাতক ছিলেন। সম্প্রতি তিনি রংপুরে ফিরে সন্ত্রাসীদের পুনরায় সংঘবদ্ধ করার চেষ্টা করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান কমিশনার।