শিরোনাম

ভোলা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস): ভোলার চরফ্যাশনে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার রাতে উপজেলার জনতা বসজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই দুই ছাত্র হলো, চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জিহান (১৫) এবং স্থানীয় আলীগাঁও এ গফুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মো. যুবায়েদ ইসলাম (১৬)। জিহান উমরপুর ইউনিয়নের বাসিন্দা মো. ফরিদ উদ্দিনের ছেলে ও মো. যুবায়েদ একই এলাকার রিয়াজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সাড়ে ৭টার দিকে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে ওই দুই ছাত্র রাস্তার পাশে কৃষক জাহাঙ্গীর মহাজনের ইঁদুর মারার পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার জানান, এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে মামলা রুজু হয়েছে। ফসলি জমিতে বিদ্যুৎ ফাঁদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।