বাসস
  ১১ নভেম্বর ২০২৫, ১২:৩৬

বাগেরহাটে সংসদীয় চারটি আসন বহাল রাখায় আনন্দ মিছিল

বাগেরহাটে সংসদীয় চারটি আসন বহাল রাখায় আনন্দ মিছিল। ছবি: বাসস

বাগেরহাট, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস): হাইকোর্টের আদেশে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার সিদ্ধান্তে আনন্দ মিছিল করা হয়েছে।

গতকাল সোমবার রাতে বাগেরহাট শহরে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের নেতৃত্বে রাত ১০টার দিকে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে বিশাল এই মিছিল বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও আদালতে রিটের প্রেক্ষিতে সোমবার বিকেলে হাইকোর্ট বাগেরহাট জেলার পূর্বের চারটি আসন বহাল রাখার রায় দেন। এর আগে নির্বাচন কমিশন একটি গেজেটের মাধ্যমে জেলার চারটি আসনকে পুনর্বিন্যাস করে তিনটি আসনে রূপান্তর করেছিল।

জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম এ বিষয়ে বলেন, হাইকোর্টের এই রায় বাগেরহাটবাসীর গণতান্ত্রিক অধিকারের বিজয়। আমরা বিশ্বাস করি, এই রায়ের মাধ্যমে জনগণের ভোটাধিকার সুরক্ষিত হয়েছে এবং বাগেরহাটের রাজনৈতিক ভারসাম্য পুনরুদ্ধার হয়েছে। 

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শহীদুল ইসলাম স্বপন বলেন, দীর্ঘদিন মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার চারটি আসনে চারজন প্রার্থী নির্বাচিত হলে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে, সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

রাতের এ আনন্দ মিছিলে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শহরজুড়ে ছিল উল্লাস আর শ্লোগানে মুখরিত। এছাড়া মিষ্টি বিতরণ করা হয়।