শিরোনাম

চট্টগ্রাম (দক্ষিণ), ১১ নভেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে উপজেলা মুজিব সৈনিক সভাপতি সৈয়দ মোহাম্মদ সরোয়ারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সরোয়ার উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ার বাসিন্দা। তিনি উপজেলা মুজিব সৈনিকের সভাপতি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, গতকাল সোমবার ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার সন্দিগ্ধ আসামি সরোয়ারকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া সরোয়ারের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পূর্ব থানায় ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রয়েছে এবং চট্টগ্রামে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১টি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।