শিরোনাম

পিরোজপুর, ৯ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার কাউখালী উপজেলায় আজ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ রোববার দুপুরে কাউখালী মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়।
কলেজের অধ্যক্ষ অলোক কর্মকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস. এম. আহসান কবীর।
বিশেষ অতিথি ছিলেন কলেজের পরিচালনা কমিটির সদস্য ও কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ।
অনুষ্ঠানে নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছয়জন ছাত্রীকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় কলেজের শিক্ষার্থী ছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারিরা উপস্থিত ছিলেন।