শিরোনাম

চট্টগ্রাম, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের নামকরা প্রতিষ্ঠান হাইওয়ে সুইটসের মিষ্টির সিরায় পড়েছিল অসংখ্য মরা তেলাপোকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছিল মিষ্টি। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে এসব অনিয়ম।
আজ রোববার (৯ নভেম্বর) দুপুরে নগরীর লালখান বাজারের হাইওয়ে সুইটস শাখাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে ওরেগানো মোনাফা ভান্ডারী মার্কেট নামে একটি দোকানে মেয়াদবিহীন খাদ্যদ্রব্য বিক্রি করায় ১০ হাজার টাকা, নিউ প্রিন্স হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে প্রক্রিয়াকরণের জন্য চার হাজার টাকা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, হাইওয়ে সুইটসের মিষ্টির সিরায় মরা তেলাপোকা পাওয়া গেছে এবং অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরির দায়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে আরও তিন প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।