শিরোনাম

নরসিংদী, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মো. আশরাফ উদ্দিন বকুল বলেছেন, এই নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই।
তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও দৃঢ় করতে হবে। প্রতিটি ওয়ার্ডে বিএনপির কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বিজয়ের লক্ষ্যে।
আজ রোববার সকালে রায়পুর উপজেলার মরজাল এলাকায় ডৌকারচর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আশরাফ উদ্দিন বলেন, বিএনপি জনগণের দল। আগামী নির্বাচনকে ঘিরে সকল ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও সংগঠিত থাকতে হবে।
এ সময় ডৌকারচর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অন্যান্য নেতাকর্মীরা নরসিংদী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আশরাফ উদ্দিন বকুলকে বিজয়ী করতে অকুন্ঠ সমর্থনের কথা ব্যক্ত করেন। সভায় ডৌকারচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনেতা তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।