বাসস
  ০৯ নভেম্বর ২০২৫, ১৬:৪৪

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা বিএনপি নেতার 

আজ রোববার মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা বিএনপি নেতার । ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে ৪ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন বিএনপি নেতা কামরুজ্জামান রতন। 

আজ রোববার সকাল ১০ টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন বাউশিয়া ইউনয়নের দশকান্দী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে এ আর্থিক সহায়তা প্রদান করেন।

প্রত্যক দোকান মালিককে ১ বস্তা করে চাল এবং নগদ মোট ৪ লাখ টাকা প্রদান করা হয়। 

এ সময় তার সাথে ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমদ, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন এবং বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, গত শনিবার ভোররাত ৪ টায় দশকান্দী বাজারে এ অগিকাণ্ডে হোটেল, রেস্তোরা, ওষুধ, চায়ের দোকান এবং মনোহারির ৮ টি দোকান পুড়ে যায়। এর মধ্যে ৫ টি দোকান পুড়ে ছাই এবং ৩ টি দোকান আংশিক পুড়ে যায়।