বাসস
  ০৯ নভেম্বর ২০২৫, ১৬:৪৩

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু

নেত্রকোনা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তামিম মিয়া (১৫) নামে এক কিশোরের  মৃত্যু হয়েছে।

আজ রোববার  সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তামিম মিয়া নয়াপাড়া গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , সকালে তামিম বাড়ির কাজ শেষে পানির মোটরের পাশে হাত ধোয়ার সময় অসাবধানতা:বশত বিদ্যুতের খোলা তারে স্পর্শ করে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’