শিরোনাম

জয়পুরহাট, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : জয়পুরহাটে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা সিভিল সার্জন ডা: আল মামুন, জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা জাহান, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহম্মেদ, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ।
সভায় গত এক মাসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়।