শিরোনাম

দিনাজপুর, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুরের বিরল উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ করা হয়েছে।
বেসরকারি পল্লী উন্নয়ন সংস্থা সিপিইউএস’র আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-ঢাকা’র অর্থায়নে ২০টি পরিবারের মধ্যে ছাগলগুলো বিতরণ করা হয়।
আজ রোববার দুপুর আড়াই টায় উপজেলার মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের মাঠে ছাগল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম।
তিনি তার বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে নারীদের স্বনির্ভর করতে ও তাদের ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নারীরা এসব সহযোগিতা পেয়ে সাবলম্বী হতে শুরু করেছেন।
সিপিইউএস, দিনাজপুরের নির্বাহী পরিচালক জান্নাতুন ফেরদৌস ইভা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলার রুদ্ধপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল আলম।
সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক জান্নাতুন ফেরদৌস ইভা বলেন, আমরা আজকে ২০টি দরিদ্র পরিবারের নারীদের মধ্যে দুটি করে মোট ৪০টি ছাগল বিনামূল্যে বিতরণ করেছি। এর আগে তাদের ছাগল পালনের প্রশিক্ষণ প্রদান করেছি।