বাসস
  ০৯ নভেম্বর ২০২৫, ১৬:১০

চট্টগ্রামে ৬০ হাজার পিচ ইয়াবাসহ পাঁচজন গ্রেফতার, দু’টি মাইক্রোবাস জব্দ

চট্টগ্রামে ইয়াবাসহ পাঁচজন গ্রেফতার। ছবি: বাসস

চট্টগ্রাম, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দু’টি মাইক্রোবাস জব্দ ও পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

আজ শনিবার (৯ নভেম্বর) র‌্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার পটিয়া থানার কাদের ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
 
গ্রেফতারকতৃরা হলেন- লক্ষ্মীপুর সদর এলাকার মো. আবদুল্লাহ আল মামুন (৪১), কুমিল্লার মুরাদনগরের মো. মাঈন উদ্দিন (৩০), পটিয়ার মো. রাশেদুল আলম (৩৮) ও মো. জসিম উদ্দিন (৪১) এবং জামালপুরের সরিষাবাড়ীর মো. জুনায়েদ তানভীর তরফদার (২৯)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসা দু’টি হাইয়েস মাইক্রোবাসে ইয়াবা পাচারের খবর পায় র‌্যাব। পরে সকাল সাড়ে ৮টার দিকে পটিয়া থানার কাদের ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসানো হয়।

তিনি জানান, চেকপোস্টের উপস্থিতি টের পেয়ে মাদকবাহী গাড়িগুলো দ্রুত ঘুরে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে মেসার্স নজরুল অ্যান্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাস আটক করতে সক্ষম হয়। গাড়িটি তল্লাশি করে ১০ পিস ইয়াবা, ২ লাখ ৪৩ হাজার ৫১৫ টাকা এবং পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে অপর মাইক্রোবাসে লুকানো ৬০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।