শিরোনাম

কুমিল্লা, (উত্তর) ৯ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আমিরুল কায়সারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে কার্যপত্র পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট জাফর সাদিক চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নজির আহমেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেক, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. কাইউমুল হক রিংকু, যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম হানিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, সে দিকে সভায় উপস্থিত সকলকে নজর রাখার জন্য জোর তাগিদ দেয়া হয়। যেন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং কোন কারণে তার অবনতি হয়ে জনসাধারণের জান-মালের ক্ষতি সাধন না হয়। এই বিষয়ে সভার সকলকে সজাগ থাকার বিশেষ আহ্বান জানানো হয়।
সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।