বাসস
  ০৯ নভেম্বর ২০২৫, ১৫:৫৯
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১৬:২৫

বরিশালে ধানের শীষের সমর্থনে রিকশা সমাবেশ

বরিশালে আজ ধানের শীষের সমর্থনে রিকশা সমাবেশ। ছবি : বাসস

বরিশাল, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সমর্থনে বরিশালে রিকশা সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১২ টার দিকে নগরীর বেলস্ পার্কে এ রিকশা সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে রিকশা র‌্যালি বের হয়ে নগরীর বান্দরোড, আমতলা মোড়, সিএন্ডবি রোড হয়ে সদর রোড থেকে সিটি কর্পোরেশনের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় বিএনপির কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ বলেন, বিগত বছরের মতো ভোট যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না মানুষ। 

আগামী নির্বাচনে সকলকে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহবান জানান তিনি।

এ সময় বিএনপির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।