বাসস
  ০৯ নভেম্বর ২০২৫, ১৪:৪৮

ঝালকাঠিতে আইনশৃঙ্খলা কমিটির সভা 

ঝালকাঠিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

‎ঝালকাঠি, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) :  জেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‎‎সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম। 

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জেলার সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

‎‎এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি এবং কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ। 

‎‎সভায় জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং শীতকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। 

এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেন।