শিরোনাম

ঝালকাঠি, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জেলার সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি এবং কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।
সভায় জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং শীতকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেন।