বাসস
  ০৯ নভেম্বর ২০২৫, ১৩:০১

মেহেরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

মেহেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

মেহেরপুর, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : মেহেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  

আজ রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার সাকাপি ইবনে সাজ্জাদের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী,  সিভিল সার্জন ডা. আবু সাইদ, পাবলিক প্রসিকিউটর সাইদুর রাজ্জাক, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রাহিম। 

আরও বক্তব্য দেন জেলা সমাজসেবা কাযালয়ের উপ-পরিচালক আসাদুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নাসিমা খাতুন, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারি নাথ, ইছাখালি সীমান্ত ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সাইদুর রহমান প্রমুখ।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান, বাল্যবিয়ে, মানব পাচার, এসিড নিক্ষেপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।