বাসস
  ০৯ নভেম্বর ২০২৫, ১২:১৯

আগামী নির্বাচনে নেতাকর্মীদের কোনো ভুল করা যাবে না : মিনু

মিজানুর রহমান মিনু শনিবার রাজশাহীর সাহেব বাজার এলাকায় বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

রাজশাহী, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ নির্বাচনে নেতাকর্মীদের কোনোভাবেই কোনো ধরনের ভুল করা যাবে না। এ জন্য সবাইকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।

গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর সাহেব বাজার এলাকায় অবস্থিত একটি চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ফেব্রুয়ারি-২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত দলীয় এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনুর সঙ্গে এ মতবিনিময় করেন নেতা-কর্মীরা। 

সভায় মিনু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই প্রমাণ করে দিতে হবে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল। এ লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে। যে নেতাকর্মী যেখানে কাজ ভালো করতে পারবেন তাকে সেখানেই কাজ করতে হবে। বিগত সময়ে আমাদের নেতা তারেক রহমান দলকে সংগঠিত করে ফ্যাসিস্ট সরকারের বিদায়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার যোগ্য নেতৃত্বে এখন বিএনপি আরও সংগঠিত ও সক্রিয়।

তিনি বলেন, আমাদের কিছু কিছু নেতাকর্মীরা দলীয় প্রধানদের ছবি যেখানে সেখানে টানাচ্ছে। এই কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সক্রিয়ভাবে কাজ করার আহবান জানান।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এ সময় আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সদ্য সাবেক আহবায়ক এ্যাড. এরশাদ আলী ঈশা, নগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, নগর স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুজ্জামান জনি, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি। 

সভায় নগর বিএনপির অধিনস্থ থানা কমিটির সভাপতি-সম্পাদক, ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে এখন থেকেই কাজ শুরু করতে সবার প্রতি আহবান জানান। যাতে বিএনপির প্রার্থী আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করেন।