শিরোনাম

নড়াইল, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : নড়াইলের কালিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল-১ আসনের সর্বস্তরের জনগণের আয়োজনে গতকাল শনিবার দুপুরে নড়াগাতি থানার দক্ষিণ যোগানিয়া খান সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুস্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জিয়া পরিষদ ও বিএনপি নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি এম নাগিব হোসেন।
নড়াগাতি থানা বিএনপির সহ-সভাপতি লস্কর ফিরোজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম মহসিন, কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা সেলিম রেজা ইউসুফ, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, জেলা জাসাস’র সাধারণ সম্পাদক স ম ইকরাম রেজা, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম রেজাউল করিম।
আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলতাফ উদ্দিন আনসারী, নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবীর রেজা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাহাজাহান সিদ্দিকী টিটো, বিএনপি নেতা মোল্যা বকতিয়ার হোসেন, হায়দার আলম, কালিয়া পৌর ছাত্রদলের আহবায়ক মো. মিকাইল হোসেন, শ্রমিকদল নেতা মো. দেলোয়ার হোসেন দিলু, ছাত্রদলের সাবেক নেতা জিয়াউর রহমান বাবলু স্থানীয় ইউপি সদস্য মো. সোহাগ শেখ।
দুপুরে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলা এ অনুষ্ঠানে উপজেলার ১৪টি ইউনিয়ন ও কালিয়া পৌরসভা এলাকার হাজার হাজার বিএনপির পুরুষ ও নারী নেতা-কর্মী যোগ দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহিনুর ইসলাম মাহি।
বক্তারা বলেন, আমাদের জীবনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য ব্যাপক । এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহী-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত্ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। একইসঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। জিয়াউর রহমান ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র।
সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতি।
সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামি নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে তৃণমূলের ভোটারদের মূল্যায়নের উপর গুরত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিএনপির প্রয়াত মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়িজ ফেডারেশনের প্রয়াত সভাপতি বি এম বাকির হোসেনের দলের জন্য আত্মত্যাগের কথা তুলে ধরেন প্রধান অতিথি।