বাসস
  ০৯ নভেম্বর ২০২৫, ০০:৩৭

ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি

ছবি : বাসস

কুমিল্লা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত সৈনিকদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।  

আজ শনিবার সকাল ১০টার দিকে কূটনীতিকেরা ময়নামতি ওয়ার সিমেট্রিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে সৈনিকদের স্মরণ করেন। বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ১১টা ৪০ মিনিটে শেষ হয়।

ময়নামতি ওয়ার সিমেট্রির বাংলাদেশ কান্ট্রি অ্যাডমিনিস্ট্রেটর আব্দুর রাহিম সবুজ বলেন, ওয়ার সিমেট্রিতে শ্রদ্ধা জানান- যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, পাকিস্তান, ডেনর্মাক, ইতালি, নরওয়ে, স্পেন ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ কিংবা জোটের রাষ্ট্রদূত এবং তাদের প্রতিনিধি ও বাংলাদেশের সামরিক প্রতিনিধিরা।

শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা সমাধিস্থল ঘুরে দেখেন।