শিরোনাম

বরগুনা, ৮ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ স্থানীয় বিএনপি’র উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকল ৩ টায় সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গর্জন বুনিয়া স্কুল মাঠে বরগুনা -১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর সমর্থনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম সফিকুজ্জামান মাহফুজের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির আহবায়ক ও বরগুনা -১ (বরগুনা - আমতলী - তালতলী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মোল্লা।
সভায় বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন।
আরও বক্তব্য রাখেন বরগুনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, বিএনপি নেতা হাবিবুর রহমান পান্না, আবুল কালাম আজাদ প্রমুখ।