শিরোনাম

লক্ষ্মীপুর, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের জন্য বিএনপি ক্ষতিকর নয়।
যারা ক্ষতিকর ছিল, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে।
তিনি আরো বলেন, আমরা একে অপরের সঙ্গে এক দেশেই বাস করছি, এক ভূখণ্ডে আছি। এখানে ধর্ম, বর্ণ বা জাতিগত ভেদাভেদ নেই। সবাই আমরা বাংলাদেশি। কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, আবার মারমা, চাকমা সবাই আছি। এটি একটি রংধনু, যার সাতটি রঙ রয়েছে।
আজ শনিবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের আয়োজনে ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ওই ইউনিয়নের আরো কয়েকটি ওয়ার্ডে উঠান বৈঠকে অংশ নেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপির রাজনীতিতেও সেই রংধনুর প্রতিফলন রয়েছে। সব ধর্মের মানুষের সম্মান রক্ষা আমাদের রাজনৈতিক আদর্শ। এটি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, যার ভিত্তিতে বিএনপি গ্রামাঞ্চলে সহজ ও স্বাভাবিক রাজনীতি করে থাকে। কোনো প্রভাবশালী মহল বা কোনো রাজনীতিবিদ ও বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি সমাজে কোনো অপরাধ করে, তাহলে তার স্থান বিএনপিতে হবে না। তাকে বিএনপি থেকে বিদায় নিতে হবে।
বিএনপির এই নেতা বলেন, দেশ ও দেশবাসীর জন্য তারেক রহমান বিদেশে থেকেও বিগত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি সব রাজনৈতিক দল ও মানুষকে এমনভাবে ঐক্যবদ্ধ করেছেন। আমাদেরকে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে এ নির্বাচনটা আদায় করে নিতে হবে। একটা নির্বাচন কোনো ব্যক্তি বা দলের জন্য নয়।
এ্যানি আরো বলেন, ‘আমাদের আন্দোলন-সংগ্রামের মুখে হাসিনা পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র থেমে থাকেনি। এখন অন্তর্বর্তী কালীন সরকার। দেশে একটা স্বাভাবিক নির্বাচনের পরিবেশ থাকবে। নির্বাচনী আবহাওয়া তৈরী হয়েছে। কিন্তু এ নির্বাচনটাকে আদায় করে নির্বাচিত সরকার নির্বাচিত প্রতিনিধি না আসা পর্যন্ত আমাদেরকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। নিবার্চিত সংসদ বা নির্বাচিত জনপ্রতিনিধি খুবই প্রয়োজন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে’র সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আবুল হাসেম, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারা ও সাধারণ সম্পাদক সুমি বেগম প্রমুখ।