শিরোনাম

খুলনা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সবাইকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় কল্যাণে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘নৈতিকভাবে দৃঢ় ও আদর্শবাদী তরুণ প্রজন্মই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনের মূল ভিত্তি।’
খুলনার খানজাহান আলী থানার পশ্চিম শিরোমণি ইয়াং সোসাইটি আয়োজিত ‘নাইট ফেস্টিভাল ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।
আক্ষেপ করে পরওয়ার ক বলেন, ‘দেশের উন্নয়নের প্রধান শক্তি হওয়া সত্ত্বেও যুবসমাজ আজও অবহেলিত। রাষ্ট্র তাদের বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকাশের যথাযথ সুযোগ দিতে ব্যর্থ হয়েছে। অনেক ক্ষেত্রেই তাদের প্রতিভা ধ্বংসের আয়োজন করা হয়েছে বলেই মনে হয়।’
তিনি আরও বলেন, ‘অনেক তরুণ তাদের মেধা কাজে লাগাতে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু প্রায় সময়ই উন্নতির জন্য ন্যায্য সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে।’
অন্ধ রাজনৈতিক আনুগত্য ছাড়া কেউই রাষ্ট্রে সম্মানজনক পদ অর্জন করতে পারে না, সে যতই যোগ্য বা প্রতিভাবান হোক না কেন, বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াং সোসাইটির সভাপতি মুরসালিন হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, খান জাহান আলী থানা ছাত্রশিবিরের সভাপতি আল ইমরান শেখ, মাওলানা সাইফুল ইসলাম, শেখ শাহাবুদ্দিন প্রমুখ।
ফাইনাল খেলায় ড্রিম আইটি টাইব্রেকারে ২-১ গোলে গ্যালাক্সি অব শিরোমণিকে পরাজিত করে।
পরে, খান জাহান আলী থানার গিলাটোলায় জামায়াতে ইসলামীর ৫ নম্বর ওয়ার্ড ইউনিট আয়োজিত এক মহিলা সমাবেশে ভাষণ দেন পরওয়ার। ইউনিটের সভাপতি সরওয়ার হোসেন নজরুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি জেনারেল এস. এম. হেকমত আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।