বাসস
  ০৮ নভেম্বর ২০২৫, ১৭:৩৭

চট্টগ্রাম বিমানবন্দরে অবৈধ সিগারেট ও বিউটি ক্রিম জব্দ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই ও শুল্ক গোয়েন্দা টিম অভিযান চালিয়ে অবৈধ সিগারেট, আমদানি নিষিদ্ধ ক্রিম, মোবাইল ও ল্যাপটপ জব্দ করেছে। ছবি: বাসস

চট্টগ্রাম, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই ও শুল্ক গোয়েন্দা টিম অভিযান চালিয়ে অবৈধ সিগারেট, আমদানি নিষিদ্ধ ক্রিম, মোবাইল ও ল্যাপটপ জব্দ করেছে। 

আজ শনিবার বেলা পৌনে ১১টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ১৪৮ এ আসা যাত্রীর কাছে এসব পণ্য পাওয়া যায়। মোহাম্মদ গিয়াস উদ্দিন নামের ওই যাত্রীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ৫ কার্টুন সিগারেট, ১২ পিস বিউটি ক্রিম, ৬টি মোবাইল, ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এসব সিগারেট, ল্যাপটপ, বিউটি ক্রিম ও মোবাইল বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, ব্যাগেজ সুবিধার অতিরিক্ত এবং আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত পণ্য হওয়ায় সিগারেট, ল্যাপটপ, বিউটি ক্রিম ও মোবাইল ডিএম মূলে জব্দ করা হয়েছে। ওই যাত্রীর আগের রেকর্ড না থাকায় পাসপোর্ট নোট করে গোয়েন্দা প্রতিনিধির উপস্থিতিতে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।