বাসস
  ০৮ নভেম্বর ২০২৫, ১৭:২১

খুলনায় কেসিসির পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

কেসিসি’র বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শনিবার শহরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণের ভেতরের পুকুর ও জলাশয় থেকে বর্জ্য অপসারণ করা হয়। ছবি : বাসস

খুলনা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : পুকুর ও জলাশয়ের পরিবেশ পুনরুদ্ধারে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। 

অভিযানের অংশ হিসেবে আজ শনিবার শহরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণের ভেতরের পুকুর ও জলাশয় থেকে বর্জ্য অপসারণ করা হয়।

কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান প্রধান অতিথি হিসেবে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। বিডি ক্লিন-খুলনার সদস্যরা বর্জ্য অপসারণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) সহায়তায় কেসিসির ‘স্বাস্থ্যকর শহর: স্বাস্থ্যকর নগরী: খুলনা সিটি কর্পোরেশনে স্বাস্থ্য ও সুস্থতার জন্য নগর শাসন’ শীর্ষক প্রকল্পের আওতায় খুলনাকে পরিচ্ছন্ন শহরে রূপান্তরিত করতে কাজ চলছে।

কেসিসির ২৫ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং কেসিসির শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাসাদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যদের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কেইউইটি) অধ্যাপক ড. তুষার কান্তি রায়, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. বাদশা খান, প্রকল্প কর্মকর্তা আসিফ আহমেদ উপস্থিত ছিলেন।

কেসিসি কর্তৃপক্ষ নগরবাসীকে মশার বংশবৃদ্ধি রোধে এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ও কোথায় পানি জমে না রাখার আহ্বান জানিয়েছে।