বাসস
  ০৮ নভেম্বর ২০২৫, ১৭:১৫

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটে ছাত্রদলের আলোচনা সভা 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটে জেলা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

বাগেরহাট, ৮ নভেম্বর ২০২৫ (বাসস) : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ  শনিবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, গণতন্ত্র রক্ষায় তরুণদের ভূমিকা এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন।

সভায় জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, ‘৭ নভেম্বরের চেতনা হলো অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস। গণতন্ত্র রক্ষায় তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘ছাত্রদল শুধু একটি সংগঠন নয়, এটি গণতন্ত্র রক্ষার ফ্রন্টলাইন।’

বক্তারা বলেন, ‘৭ নভেম্বর জাতির ইতিহাসে গণতন্ত্রের পুনর্জাগরণের দিন। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ছাত্রসমাজকে সংগঠিত ও ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র রক্ষার আন্দোলনে ভূমিকা রাখতে হবে।’

সভায় ইমরান হাওলাদার বাবু, শামিম মুন্সি, ঋতিক হালদার রোহিত, ইমন শেখ, অনিক তরফদার, সাকিব শেখ, হৃদয় হোসেন, কাইফ সরদার, রিজভী গাজী, আব্দুল্লাহ, ফাহিমসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।