শিরোনাম

মানিকগঞ্জ, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : মানিকগঞ্জে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল এ প্রতিযোগিতার আয়োজন করে।
আজ মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই কুইজ প্রতিযোগিতায় স্কুল, কলেজ এবং মাদ্রাসার মোট ৩ হাজার ৪৮৭ জন শিক্ষার্থী দুটি গ্রুপে অংশ নেয়।
মহানবী মুহাম্মদ (সা.)-এর জীবনী নিয়ে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুটি গ্রুপের দশজন বিজয়ীকে ৮ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত পুরস্কৃত করা হয়। বাকি দশ বিজয়ীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন মাওলানা দেলোয়ার হোসেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রতিযোগীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে (পিসিএল) চিকিৎসায় ছাড় পাবে।