বাসস
  ০৮ নভেম্বর ২০২৫, ১৫:৫২

মানিকগঞ্জে শিল্পকলা একাডেমির ডিজিকে সংবর্ধনা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) রেজাউদ্দিন স্টালিনকে শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। ছবি : বাসস

মানিকগঞ্জ, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) কবি রেজাউদ্দিন স্টালিনকে মানিকগঞ্জে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা দেয় মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা।

মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গবেষক প্রসেসর মো. জাহাঙ্গীর আলম, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাশার, সিনিয়র এডভোকেট এটিএম জহিরুল আলম খান লোডি, মানিকগঞ্জ ডেভেলপারস এ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম আক্তার, আলোকিত সাহিত্য সংসদের সভাপতি মো. হাবিল উদ্দিন, জিয়া সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম খান ও মানিকগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব শামীম শিকদার।

পরে জিয়া সাংস্কৃতিক সংসদ কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।