শিরোনাম

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : গাজীপুর মহানগরের টঙ্গীর মিলগেট এলাকায় আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ড ঘটে। এতে সাতটি ঝুট গুদাম আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, টঙ্গীর মিলগেট এলাকায় টিনশেডের তৈরি ঝুট গুদামে হঠাৎ আগুন লাগে। ফায়ার সার্ভিস আগুন লাগার ৪ মিনিটের মাথায় ১১টা ৪৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে টঙ্গী, উত্তরা এবং গাজীপুর মডার্ন ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান সংবাদ সম্মেলনে জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। আগুনের উৎসস্থলের উত্তর-পূর্ব পাশে একটি ছয়তলা ভবন থাকায় সেখানে এবং পশ্চিম পাশে আবাসিক ভবনের দিকেও ব্যারিকেড দেওয়া হয়, যাতে আগুন আর ছড়িয়ে না পড়ে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও স্থানীয় বাসিন্দা, সাংবাদিক এবং স্বেচ্ছাসেবকদের সহায়তায় দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ভেতরে আগুন জ্বলতে থাকায় নির্বাপণ কার্যক্রম এখনো চলমান।
কাজী নজমুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছয় থেকে সাতটি ঝুট গুদাম আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় পানির মারাত্মক সংকট থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান, গার্মেন্টস এবং স্থানীয় জলাধার থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানো হয়েছে।
তিনি আরও জানান, গুদামগুলোতে কোনো ধরনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগেও মালিকদের পানির উৎস ও রিজার্ভ ট্যাংক স্থাপন এবং ফায়ার লাইসেন্স গ্রহণের জন্য একাধিকবার অনুরোধ ও নোটিশ দেওয়া হয়েছিল।
আগুনের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু আমরা এখনো ফায়ার ফাইটিং করছি, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।’
সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান আরও বলেন, ফায়ার সার্ভিস নিয়মিতভাবে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে। প্রতি শনিবার গণসংযোগ কার্যক্রমের পাশাপাশি শীত মৌসুমে অগ্নিকাণ্ড প্রতিরোধে মাল্টিমিডিয়া প্রচারণা চালানো হচ্ছে। যাতে জনগণ আগুন লাগলে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে জানতে পারে।
আগুনের কারণে কোনো প্রাণহানির খবর এখনো পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।