বাসস
  ০৮ নভেম্বর ২০২৫, ১৫:১৫

গোপালগঞ্জে ২ হাজার ৮২০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ। ছবি: বাসস

গোপালগঞ্জ, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ শনিবার গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান ও কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষক প্রতি গম ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। গমে ৮৫০ জন কৃষক প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ-সার পেয়েছেন।

সরিষায় এ মৌসুমে ১ হাজার কৃষককে প্রণোদনার বীজ-সার দেওয়া হয়েছে। কৃষক প্রতি ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার বিতরণ করা হয়েছে।

সূর্যমুখীতে (ওপি) ১০ জন কৃষক ১ কেজি করে সূর্যমুখী বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার পেয়েছেন। সূর্যমুখীতে (হাইব্রিড) ৭৫ জন কৃষকের মধ্যে ১ কেজি করে সূর্যমুখী বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার বিতরণ করা হয়েছে। চিনা বাদামে ৫০ জন কৃষক ১০ কেজি করে চিনা বাদাম বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার পেয়েছেন। পেঁয়াজে ৬৫ জন কৃষকের হাতে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার বিতরণ করা হয়েছে।

এছাড়াও ১১০ জন কৃষকের প্রত্যেকে পেয়েছেন ৫ কেজি করে মুগ ডালের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার। মসুরে ৩৩০ জন কৃষককে ৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। খেসারীতে ৮ কেজি করে খেসারী বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।

কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, ‘রবি মৌসুমে বীজ সার পেয়ে কৃষক ৮৫০ বিঘা জমিতে গম, ১ হাজার বিঘা জমিতে সরিষা, সূর্যমুখী (ওপি) ১০ বিঘা, সূর্যমুখীতে (হাইব্রিড) ৭৫ বিঘা, চিনা বাদাম ৫০ বিঘা, পেঁয়াজ ৬৫ বিঘা, মুগ ডাল ১১০ বিঘা, মসুর ৩৩০ বিঘা, খেসারী ৩৩০ বিঘা জমিতে আবাদ বৃদ্ধি করবে। 

তিনি বলেন, এতে জেলার ২ হাজার ৮২০ বিঘা জমিতে রবি ফসলের আবাদ বৃদ্ধি পাবে। গোপালগঞ্জ সদর উপজেলায় রবি মৌসুমে এসব ফসলের উৎপাদনও বৃদ্ধি পাবে বলে জানান এ কর্মকর্তা।