শিরোনাম

ভোলা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
দিবসটি উপলক্ষে আজ শনিবার বেলা ১১টার ভোলা প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন-ভোলা প্রেসক্লাব আহ্বায়ক এ্যাড. মো. আমিরুল ইসলাম বাছেদ। সঞ্চালনা করেন, সিনিয়র সাংবাদিক আল- আমিন শাহরিয়ার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধন ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা-১ আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি সদস্য সচিব রাইসুল আলম,শফিউর রহমান কিরন, ফজলুর রহমান বাচ্চু মোল্লা,হুমায়ুন কবির সোপান,এনামুল হক,আব্দুল বারেক, অধ্যাপক জাহান জেব আলম চৌধুরী,এ্যাড মোহাম্মদ ইউসুফ, মো.বশির আহমেদ,ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন,ভিপি সেলিম, সাংবাদিক মো.ওমর ফারুক, মো. আফজাল হোসেন, শিমুল চৌধুরী, নেয়ামতউল্যাহ, আ.শহীদ তালুকদার, নাসিরউদ্দিন লিটন, মিজানুর রহমান, ইউনুস শরীফ'সহ বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়সভায় বক্তারা বলেন,৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক দিন। এ দিনটি জাতির ঐক্য,সংহতি ও স্বাধীনতা রক্ষার প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে আছে। বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সংসদ সদস্য প্রার্থী গোলাম নবী আলমগীর বলেন, মুক্ত গণমাধ্যমের ভূমিকায় অটুট রেখে—গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের পেশাগত কাজে আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।