শিরোনাম

লালমনিরহাট, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : লালমনিরহাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার ১৫ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিংঝাড় বিওপি’র আওতাধীন দক্ষিণ মানিক কাজী এলাকায় (ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম) বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহলদল। এসময় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে বিজিবি সদস্যরা ধাওয়া দিলে তারা মাদকসহ ভারতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বালারহাট বিওপি’র আওতাধীন পূর্ব ফুলমতি এলাকায় (ফুলবাড়ী, কুড়িগ্রাম) আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি। টহলদল এসময় সন্দেহভাজন একটি বাইসাইকেল থামানোর নির্দেশ দিলে মাদকারবারী বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বাইসাইকেলসহ ৩.২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
১৫ বিজিবি’র অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ভারতীয় ফেন্সিডিলের বাজারমূল্য প্রায় ৩৭ হাজার ৬০০ টাকা, গাঁজার মূল্য ১১ হাজার ২০০ টাকা এবং জব্দকৃত বাইসাইকেলের মূল্য ৭ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত পণ্যের মোট বাজারমূল্য ৫৫ হাজার ২০০ টাকা। সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে এবং তথ্য প্রদানকারীদের পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে।