শিরোনাম

রংপুর, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
তাজহাট থানার এসআই (নিরস্ত্র) মো. মোসাদ্দেকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে তাজহাট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. মিরাজ হোসেন (২২), পিতা মো. নুর ইসলাম, সাং মধ্য গড্ডিমারী, থানা, হাতিবান্ধা, জেলা, লালমনিরহাট। অপরজন হলেন, মো. নয়ন মিয়া (২০), পিতা মো. বাদশা মিয়া, সাং হেউট নগর, ডাকঘর, কান্তনগর, থানা,ধনুট, জেলা-বগুড়া।
অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এসআই মো. মোসাদ্দেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।