বাসস
  ০৮ নভেম্বর ২০২৫, ১১:১৭

খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার সামগ্রী বিতরণ

ছবি : বাসস

খুলনা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদ (বিএসএসপি)।

বিএসএসপি খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে মহানগরীর বেনুবাবু রোডস্থ বি.কে ইউনিয়ন ইনস্টিটিউশনের সম্মেলন কক্ষে এসব উপহার বিতরণ করা হয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএসএসপির কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আব্দুস সামাদ রুবেল।

বিএসএসপির বিভাগীয় সভাপতি এসএম নাজমুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএসএসপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না ও বি.কে ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শেখ আব্দুল আহাদ। 
এতে প্রধান বক্তব্য দেন, ব্যবসায়ী ও সমাজ সেবক মো. হুমায়ূন কবীর।

এ সময় ২০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেলাই মেশিনসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন অতিথিরা। 

স্থানীয় পর্যায়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমে ভূমিকা রাখায় নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্নার হাতে সম্মাননা স্বারক তুলে দেন, বিএসএসপির কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আব্দুস সামাদ রুবেল।

অনুষ্ঠান শেষে বিএসএসপির খুলনা বিভাগীয় নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। 

এতে বর্তমান সভাপতি এসএম নাজমুল হাসানকে পুনরায় সভাপতি এবং ব্যবসায়ী ও সমাজ সেবক মো. হুমায়ূন কবীরকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।