বাসস
  ০৮ নভেম্বর ২০২৫, ১১:১৩

পটুয়াখালীতে এনসিপির গ্রাম বৈঠক অনুষ্ঠিত

গতকাল শুক্রবার বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলায় পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে গ্রাম বৈঠক হয়। ছবি : বাসস

পটুয়াখালী, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন বলেছেন, এনসিপি ছড়িয়ে গেছে সারা দেশে। এনসিপির নেতৃত্বে আছেন তরুণরা। তরুণরাই বাংলাদেশের পরিবর্তন করতে সক্ষম, যেভাবে তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদ বিদায় করে দিয়েছেন।

গতকাল শুক্রবার বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়নের পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বৈঠকে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন, অনেকেই বলে এতো অল্প বয়সে এমপি কিভাবে হবে? জনগণ যদি চায়, তাহলে এমপি হওয়া সম্ভব। বাউফলের সাবেক এমপি আসম ফিরোজ ২৭ বছর বয়সে প্রথমবার এমপি ছিলেন। বাউফলে ১৯৭৩ সালে আমার চেয়ে কম বয়সী একজনকে এমপি বানিয়েছিল জনগণ। 

মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। আমরা বাউফলের মানুষের সেবা করতে চাই। আমাদের চাওয়া-পাওয়া কম। যাদের ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই, তাদের এমপি বানানো হলে বাংলাদেশের উন্নয়নে কোনো বাধা থাকবে না।

এনডিসিপির স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।