শিরোনাম

নওগাঁ, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : নওগাঁর বদলগাছীতে সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের ঐক্যবদ্ধ করে শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করতে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে বদলগাছীর লাবণ্য প্রভা কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের বিএনপির প্রাথমিক ও চূড়ান্ত মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম সারোয়ার মার্সাল, সাধারণ সম্পাদক আবু মুসা। এছাড়া আরও অনেকে বক্তব্য দেন।
বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে শ্রমিকরা মূল চালিকাশক্তি হলেও অনেক ক্ষেত্রেই তারা বঞ্চিত। সংগঠিত ও অসংগঠিত দুই শ্রেণীর শ্রমিকদের মধ্যে ঐক্য গড়ে তুলতে না পারলে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
সভায় শ্রমিকদের সংগঠিত করার জন্য তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়। এছাড়া শ্রমিকদের অধিকার, প্রশিক্ষণ এবং সামাজিক সুরক্ষার বিষয়ে নানা প্রস্তাব গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক শ্রমিক প্রতিনিধি অংশ নেন।