বাসস
  ০৭ নভেম্বর ২০২৫, ২২:২৭

খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ছবি : বাসস

খুলনা, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : খুলনায় নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এ উপলক্ষ্যে আজ শুক্রবার বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে নগর ও জেলা বিএনপি এবং খুলনা-২ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থীর পক্ষে আলাদা কর্মসূচি পালন করা হয়।

বিএনপির খুলনা মহানগর সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রার্থী আলী আসগর লবি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতির ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। কারণ ১৯৭৫ সালের এই দিনে সিপাহী ও জনতার সম্মিলিত অভ্যুত্থান রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র, বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা এবং আইনের শাসন পুনরুদ্ধারের পথ প্রশস্ত করে।

তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক ও সাহসী সৈনিক। যিনি জাতীয়তাবাদী আদর্শের বীজ বপন করেছিলেন এবং জাতিকে অগ্রগতি, উন্নয়ন ও সমৃদ্ধির দিকে পরিচালিত করেছিলেন। পরে জিয়া হল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কেডিএ অ্যাভিনিউ প্রদক্ষিণ করে রয়েল চত্বরে শেষ হয়।

এদিকে, খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এবং তার অনুসারীরা নগরীর তেতুলতলা মোড়ে একটি পৃথক কর্মসূচির আয়োজন করে। যেখানে দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ৭ নভেম্বর আমাদের অনুপ্রেরণা। এদিনে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রা শুরু করেছি। বর্তমান প্রেক্ষাপটে এই দিনের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মোশাররফ হোসেনর সভাপতিত্বে এবং অধ্যাপক আরিফুজ্জামান অপু ও আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু ও অধ্যক্ষ তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই গণ-আন্দোলনে বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া বেগম খালেদা জিয়া ও জুলাই গণ-আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।