বাসস
  ০৭ নভেম্বর ২০২৫, ১৯:৪৮

কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

কুড়িগ্রাম, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার চিলমারী উপজেলায় আজ ডোবার পানিতে পড়ে ইয়াছিন মিয়া (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত শিশু ইয়াছিন জেলার চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজার এলাকার হোসেন মিয়ার ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে রমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক আঁকা জানান, শুক্রবার দুপুরে শিশু ইয়াছিন বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে বাড়ির পেছনের একটি ডোবায় পড়ে যায়। অনেকক্ষণ শিশু ইয়াছিনকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ডোবায় শিশু ইয়াছিনকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চিলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন আলী জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।