শিরোনাম

রাঙ্গামাটি, ৭নভেম্বর ২০২৫ (বাসস): জেলার বাঘাইছড়ি উপজেলায় আজ অভিযান চালিয়ে ১৬১ দশমিক ৩২ ঘনফুট অবৈধ গামারী কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার সকালে বাঘাইছড়ি উপজেলার বড় কচুছড়ি নৌকা ঘাট এলাকায় এসব কাঠ জব্দ করে বিজিবি’র মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) সদস্যরা।
বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. আব্দুল মান্নান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে বড় কচুছড়ি নৌকা ঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় অবৈধ ১৬১ দশমিক ৩২ ঘনফুট গামারী কাঠ জব্দ করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য তিনলাখ ২২ হাজার ৬৪০ টাকা।
তিনি আরো জানান উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বিজিবি’র মারিশ্যা ব্যাটালিয়ন নিয়মিত চোরাচালান বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে এবং দায়িত্বপূর্ন এলাকায় আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।