শিরোনাম

বগুড়া, ৭ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার সকালে বগুড়ায় বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় সাংগঠনিক পতাকা উত্তোলন এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহীদ খোকন পার্কে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদরের আয়োজনে ৩দিনব্যাপি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর স্থির চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত করা হয়। বাদ জুম্মায় জেলা বিএনপির উদ্যোগে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিন বিকাল ৪টায় জেলা বিএনপির আয়োজনে আলতাফুনেছার খেলার মাঠ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে। র্যালিটি দৃষ্টিনন্দন করতে বেগম খালেদা জিয়ার সাজে সেজেছেন তরুণীরা, প্রতীকীভাবে সাজানো হয়েছে সামরিক ও সাঁজোয়া যান, হাতি, ঘোড়ারগাড়ি ও পালকি।
র্যালি পূবে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্বে করেন জেলা বিএনপির সভাপতি বেজাউল করিম বাদশা। সমাবেশে বক্তব্য দেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
সমাবেশে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিভিন্ন তাৎপর্য বিষয়ে তুলে ধরেন।
এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল, জেলা কৃষক দলের আহবায়ক সাইফুল ইসলাম রনি ও সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা মহিলা দলের সভাপতি আনজুমান আরা শাহজাদী ও সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক ময়নুল হক বকুল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি ও সাধারণ সম্পাদক আদিল শাহারিয়া গোর্কী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাস ও যুগ্ম-আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামিলুর রহমান শাওন ও সদস্য সচিব হোসেন আলী, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম এর হাসান পলাশ, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন প্রমুখ।