শিরোনাম

নেত্রকোনা,৭ নভেম্বর,২০২৫ (বাসস) : নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাঁকুড়া বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় কার্ভাড ভ্যান চালক ইব্রাহিমও তার সহকারী সাব্বিরকে আটক করা হয়েছে। তাদের বাড়ি গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায়।
পুলিশ, এলাকাবাসী জানায়, সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকা থেকে কাভার্ড ভ্যানটি ভারতীয় শাড়ি ও থ্রিপিস ভর্তি করে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে বারহাট্টা উপজেলার কাঁকুড়া এলাকার একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে কাভার্ড ভ্যানটি। এতে স্থানীয় লোকজন ভ্যানটিকে আটকে ভেতরে কি আছে জানতে চায়। তাৎক্ষণিক সঠিক জবাব দিতে না পারায় লোকজন কাভার্ড ভ্যানটি খুলে ভেতরে বিপুল পরিমাণ পণ্য দেখতে পায়।
স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় ভ্যানটি আটক করে। ভ্যানটি তল্লাশি করে পুলিশ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল দেখতে পেয়ে ভ্যানটি জব্দ করে।
সন্ধ্যায় বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ১৬৪ পিস লেডিস চাদর, ১১২৬ পিস থ্রিপিস, ৪৮০ পিস কাতান শাড়ি, ৭১৭ পিস জর্জেট শাড়ি, ৬০ পিস এক কালার শাড়ি। সর্বমোট ২৫৪৭ পিস ভারতীয় পণ্য।
পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে জব্দকৃত মালামাল ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।