বাসস
  ০৬ নভেম্বর ২০২৫, ২১:০২

সুনামগঞ্জে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে প্রস্তুতিসভা

মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে প্রস্তুতিসভা। ছবি : বাসস

সুনামগঞ্জ, ৬ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ মরমী কবি রাধারমণ দত্তের ১১০তম প্রয়াণ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল, লোকদল শিল্পী গোষ্ঠীর সভাপতি বিধান চন্দ্র বনিক, বাউল তছকির আলী, সন্তোষ কুমার চন্দ, থিয়েটার সুনামগঞ্জের প্রধান গিয়াস চৌধুরী প্রমুখ।

সভায় জানানো হয়, মরমী কবি রাধারমণ দত্তের ১১০তম প্রয়াণ দিবস উপলক্ষে আগামি ৯ ও ১০ নভেম্বর বিভিন্ন কর্মসূচি পালিত হবে।