বাসস
  ০৬ নভেম্বর ২০২৫, ১৯:৫১

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

শেরপুর, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস): শেরপুরে বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলার ঝিনাইগাতীর রাংটিয়া এবং নালিতাবাড়ী থেকে জিরা ও ভারতীয় সানগ্লাস জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য আনুমানিক ১৫ লাখের বেশি টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলা সীমান্তে পৃথক অভিযান চালায় বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। তবে পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার ১৪০ পিস ভারতীয় সানগ্লাস এবং ২৭০ কেজি জিরা জব্দ করতে সক্ষম হয় বিজিবি। জব্দকৃত চোরাচালান পণ্যের সর্বমোট মূল্য ১৫ লাখ ৬৬ হাজার টাকা।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানান, শেরপুর অঞ্চলের সীমান্ত রক্ষায় ও চোরাচালানরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।