বাসস
  ০৬ নভেম্বর ২০২৫, ১৯:৩৩

লক্ষ্মীপুরে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে 

আজ লক্ষ্মীপুরে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে । ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৬ নভেম্বর ২০২৫ (বাসস):  জেলার রামগতি উপজেলায় আজ প্রশাসনের অভিযানকালে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রামগতি উপজেলার চর আফজাল এলাকায় অভিযানকালে আমানত ইটভাটা, জেসমিন সারোয়ার ইটভাটা ও আবদুল ওয়াহাব ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন- এর নেতৃত্বে এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন, ঢাকা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান ও লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন সহ পুলিশ ও র‌্যাব সদস্যরা অংশগ্রহন করেন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এদিন উপজেলার চর আফজাল এলাকায় অভিযানকালে আমানত ইটভাটা, জেসমিন সারোয়ার ইটভাটা ও আবদুল ওয়াহাব ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানকালে ৫ টি ভেক্যু মেশিনের সাহায্যে এসব অবৈধ ইটভাটার চুল্লি, চিমনি এবং কাঁচা ইট বিনষ্ট করে দেয়া হয়েছে।

লক্ষ্মীপুরে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান জানান, জেলার রামগতি ও কমলনগর উপজেলায় ৫১ টি ইটভাটা রয়েছে। এরমধ্যে ৪৯ টি ইটভাটা অবৈধ। জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। 

টানা ৭ দিন এ অভিযান চলবে। অবৈধ ভাটা ভেঙে দেওয়ার পরেও যাতে আবার চালু করতে না পারে, সেজন্য অভিযান অব্যাহত থাকবে।