বাসস
  ০৬ নভেম্বর ২০২৫, ১৯:৩১

ভোলায় কোস্টগার্ডের অভিযানে মাদক কারবারি আটক

ভোলা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার শহরতলীর ভেলুনিয়া কুঞ্জপট্টি বাজারে কোস্টগার্ড দক্ষিণ জোন অভিযান চালিয়ে মো. হানিফ খন্দকার (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। তার কাছ থেকে ১২ হাজার ৫ শত টাকা মূল্যের ২৫ ইয়াবা ও ৪ হাজার ৫ শত টাকা মূল্যের ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গতকাল বুধবার দিবাগত রাত ১টায় শহরতলীর ভেলুনিয়া কুঞ্জপট্টি বাজারে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ মো. হানিফ খন্দকারকে আটক করা হয়।

আজ দুপুরে কোষ্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. বিএন মো. আবুল কাশেম গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, জব্দকৃত ইয়াবা ও গাঁজা এবং আটককৃত মাদক কারবারি মো. আবুল কাশেমকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের প্রস্তুতি চলমান।    

মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে তিনি জানান।