শিরোনাম

ভোলা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরের নির্বাচনী প্রচারনা ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
দলীয় প্রার্থীতা ঘোষণার পর ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম নবী আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকা থেকে এসে ভোলার ইলিশা ফেরিঘাট পৌঁছালে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।
পরে সেখান থেকে বিশাল শোডাউন নিয়ে ভোলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি অফিসের সামনে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেন।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে গোলাম নবী বলেন, আমি আপনাদের পাশে আগেও ছিলাম এখনও আছি।
ভোলা-১ আসনের সকল জনগণের সেবা করার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনীত করেছেন। আপনাদের সেবাই আমার মূল লক্ষ থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুর আলম, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, তরিকুল ইসলাম কায়েদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ভোলা প্রেসক্লাব আহ্বায়ক অ্যাডভোকেট ডক্টর মো. বাসেত, উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, বিএনপি নেতা খন্দকার আল-আমিন, সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, ছাত্রদল সম্পাদক আল-আমিন হাওলাদারসহ সদর উপজেলা, পৌর বিএনপি ও তার অঙ্গসংগঠনের কয়েক সকহস্রাধিক নেতাকর্মী।